স্পোর্টস ডেস্ক: প্রিয় ফুটবলার কে? এমন প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।
তবে বাংলাদেশের ক্রিকেটের তো বটে, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গ্রহের দুই সেরা ফুটবলারকে এক সঙ্গে ধারণ করেন নিজের ভেতর।
ফ্যান হিসেবে মেসির ভক্ত সাকিব। অনুপ্রেরণাও নেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড থেকে। তবে ব্যক্তিত্ব হিসেবে ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের পছন্দ জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনালদো।
আপাতত ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য নিষেধাজ্ঞায় আছেন সাকিব। তবে শিগগিরই শেষ হতে যাচ্ছে সেই নিষেধাজ্ঞা। এরপরেই নেমে পড়বেন মাঠে ফেরার যুদ্ধে। সেই লড়াইয়ে যে জিতবেন তার আশাও রাখেন তিনি।
যে কারণে সাকিব ইঙ্গিত দিলেন, মেসির মতো সৃজনশীলের ভক্ত হলেও অধ্যবসায়ী রোনালদোর ব্যক্তিত্বকে অনুসরণ করে সবকিছু জয় করতে চান তিনি।
সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি-রোনালদোকে ধারণ করার বিষয়টি জানালেন সাকিব নিজেই। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মেসি-রোনালদো ছবিকে একসঙ্গে জুড়ে দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, একজন ফুটবল ফ্যান হিসেবে মেসির ভক্ত আমি, উনিই আমার প্রেরণা। তবে, ব্যক্তিত্বের ধরন অনুযায়ী আমি অনেকটা রোনালদোর মতোই। অধ্যবসায় বলুন কিংবা আচরণ অথবা প্রতিজ্ঞার জায়গাটাতে রোনালদোর সাথেই বেশি মেলাতে পারি নিজেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।