আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শালীন পোশাকের ফ্যাশন সপ্তাহ।
আজ শনিবার থেকে শহরের প্যাসেঞ্জার টার্মিনালে এই ফ্যাশন সপ্তাহ শুরু হয়েছে।
তিনদিন ব্যাপী এই আয়োজনটি করেছে ‘থিংক ফ্যাশন’ নামের একটি প্রতিষ্ঠান।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম সালাম গেটওয়ের খবরে এমনটি জানানো হয়েছে।
এ আয়োজনে বিশ্বের ৩০ জন ফ্যাশন ডিজাইনারের সাতটি প্রদর্শনী থাকছে।
প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ফ্রাংকা সোরিয়া বলেন, ‘অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর আমস্টারডাম। এ শহর নতুন আশার প্রতিনিধিত্ব করে। তাই এখানেই আমাদের এবারের আয়োজন।’
থিংক ফ্যাশনের এটি ষষ্ঠ আয়োজন। এর আগের পাঁচটি আয়োজন যথাক্রমে ইস্তাম্বুল, লন্ডন, দুবাই, জাকার্তা এবং দুবাইয়ে অনুষ্ঠিত হয়।
নেদারল্যান্ডসের মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম। বর্তমানে দেশটিতে ১.০২ মিলিয়ন মুসলমান বসবাস করছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.