দুর্দান্ত খেলে ২০১৮ ফুটবল বিশ্বকাপের পর আবার ফাইনালে উঠেছে ফ্রান্স। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ফ্রান্স। এবার তারা কাতার বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষ আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে।
ফ্রান্সের সাথে আর্জেন্টিনার অনেক হিসাব-নিকাশ বাকি আছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় এই ফ্রান্সের সাথে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। ২-১ গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনা ঐ ম্যাচে ৪-৩ গোলে হেরে গিয়েছিল।
রাশিয়া বিশ্বকাপে এ দুই দল সেকেন্ড রাউন্ডে মুখোমুখি হয়েছিল। ওই সময় ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছিল। অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ রানার-আপ হয়ে ফ্রান্সের সাথে মুখোমুখি হতে হয়েছিল।
আর্জেন্টিনার সমর্থকরা চাইবেন যে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের সাথে হারার প্রতিশোধ যেন নেওয়া হয়। তারা আশাবাদী যে ফ্রান্সকে হারিয়ে সে দুঃখ ভোলা সম্ভব হবে।
পাশাপাশি ১৯৮৬ এর পর আর্জেন্টিনা আর কোন বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি। এবার আরেকটি বিশ্বকাপ জয়ের হাতছানি। ২০২২ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মেসিদের এটাই শেষ সুযোগ।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় ফ্রান্সের ওই দলের অনেক খেলোয়াড় এবারও চান্স পেয়েছেন। তাদের অনেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। লেফ্ট উইঙ্গার হিসেবে খেলা কিলিয়ান এমবাপ্পে স্বপ্নের মত একটা সময় কাটাচ্ছেন।
অন্যদিকে ফ্রান্সের রাইট উইঙ্গার উসমানি ডেম্বেলে দুদার্ন্ত ফর্মে রয়েছেন। তাদের প্লে-মেকার আতুয়ার গ্রিজমেন জোরালো ভূমিকা পালন করছেন। পাশাপাশি স্ট্রাইকার হিসেবে অলেভিয়া জিরো তারা কাজটি ভালোভাবে করতে পারছেন।
একথা নিঃসন্দেহে বলা যায় যে, ফ্রান্স এবং আর্জেন্টিনার ডিফেন্স কাতার বিশ্বকাপে সবথেকে ভালো পারফর্মন্যান্স দিতে সক্ষম হয়েছে। তাদের আরও একটা পরীক্ষা হবে আসন্ন ফাইনাল ম্যাচে।
আর্জেন্টিনার শক্তিশালী ডিফেন্স এর পরীক্ষা নেবে ফ্রান্সের এমবাপ্পে, গ্রিজম্যান ও ডেম্বেলে। অন্যদিকে ফ্রান্সের ডিফেন্সের পরীক্ষা নিবে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ এর মত তারকারা। আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের দুঃখ ভুলতে পারবেন কিনা ও শিরোপা জিততে পারবে কিনা সেটা সময় বলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।