পার্লামেন্টে অনাস্থা ভোটে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর পদচ্যুতির একদিনের মাথায় নতুন প্রধানমন্ত্রী পেল দেশটি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
এলিসি প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, লেকোর্নুর মূল দায়িত্ব হবে নতুন বাজেট পাসের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। প্রস্তাবিত বাজেটে ৪৪ বিলিয়ন ইউরো কাটছাঁটের কারণে বাইরু আস্থাভোটে হেরে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন।
৩৯ বছর বয়সী লেকোর্নু ম্যাক্রোঁর আমলে সপ্তম প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিন বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি দেশের স্বাধীনতা ও শক্তি রক্ষা, জনগণের সেবা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ঋণ সংকট। বর্তমানে ফ্রান্সের সরকারি ঋণ দাঁড়িয়েছে ৩.৩ ট্রিলিয়ন ইউরো, যা জিডিপির ১১৪ শতাংশ।
নতুন নিয়োগকে স্বাগত জানিয়েছেন মধ্যপন্থী সহযোগীরা। তবে চরম বামপন্থী নেতা জ্যঁ লুক মেলঁশো বলেছেন, “এবার ম্যাক্রোঁর বিদায় হওয়া উচিত।” আর কট্টর ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন সমালোচনা করে মন্তব্য করেছেন, “ম্যাক্রোঁ তার বিশ্বস্তদের নিয়ে ‘ম্যাক্রোঁবাদকে’ শেষ সুযোগ দিচ্ছেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



