স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তীর্থভূমি বলে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। বর্তমানে এই ভেন্যুতে অনুষ্ঠিত সব ম্যাচের দায়িত্ব মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। আগামীকাল শুক্রবার (৫ জুলাই) এ লর্ডসেই নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু এই ম্যাচটি নিয়ে স্বস্তিতে নেই লর্ডস কর্তৃপক্ষ এমসিসি।
এবারের বিশ্বকাপের অন্যান্য হাইভোল্টেজ ম্যাচগুলোর মতই এটাও একটা হাইভোল্টেজ ম্যাচ তাই এই ম্যাচের টিকেটের মূল্য বেশি। তবে শেষদিকে এসে বাংলাদেশ সেমিফাইনাল থেকে ছিটিকে গেছে আর পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা খুব কম।
আর এজন্যউ দুই দলের সমর্থকরাও মাঠে বসে ম্যাচ দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এবং খেলার আর মাত্র ১ দিন বাকী থাকলেও ম্যাচের ৫০ শতাংশ টিকেট এখনো রয়ে গেছে অবিক্রিত।
তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে শিশুদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
এ বিষয়ে এমসিসির প্রধান নির্বাহী গাই ল্যাভেন্ডার জানান, ইংল্যান্ড ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় আশাহত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আর এ কারণে এই ম্যাচের বাকি টিকেট বিক্রির সম্ভাবনাও কম। ২০১৭ সালের পুনরাবৃত্তি হলে ‘সুনাম ক্ষুণ্ণ’ হবে এমসিসির। তাই নিজেদের সুনাম রক্ষার্থে বিনামূল্যেই দেওয়া হবে ম্যাচ দেখার সুযোগ, তবে তা শুধু শিশুদের জন্য।
ল্যাভেন্ডার আরো বলেন, ‘আশা করছি আমাদের এই উদ্যোগ গ্যালারির চেহারার পরিবর্তন ঘটাবে এবং নতুনদের স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেবে।’
উল্লেখ্য, আগামীকাল বিকাল ৩.৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel