নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে অসহায়, হতদরিদ্র গরিব মানুষদের মুরগির মাংস এবং ডাল দিয়ে পেট ভরে ভাত খাওয়ান এক রেস্টুরেন্ট মালিক। এ হোটেলে প্রতিদিন দুপুরে একাধিক গরিব মানুষ খায়। তবে বুধবারে প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ খাওয়া-দাওয়া করেন এ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের মালিক নিজে উপস্থিত থেকে তাদের খাওয়ান।
শ্রীপুর উপজেলার জৈনাবাজারে অবস্থিত এ হোটেলের নাম ‘তরী চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট’। মালিকের নাম সাদ্দাম হোসেন অনন্ত।
২০২২ সালের ডিসেম্বরে ‘তরী চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট’ নামের এ হোটেলটি করেছেন সাদ্দাম হোসেন অনন্ত। হোটেলটি করার পর থেকে এখন পর্যন্ত তিনি গরিব অসহায়দের খাওয়ানোর বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে আসছেন। যারা হোটেলে বা দামি রেস্টুরেন্টে খাবার কিনে খেতে পারে না তাদের জন্যই এমন আয়োজন করা হয়েছে বলে জানান অনন্ত।
সরেজমিন গিয়ে দেখা যায়, মহাসড়ক ঘেঁষা ঐ হোটেলের সামনে প্রায় ৩০-৪০ জন মানুষকে নিজেই খাবার পরিবেশন করছেন সাদ্দাম। কয়েক বৈঠকে প্রায় দেড়শ গরিব মানুষকে খাওয়ান তিনি। মুরগির তরকারি, ডাল ও সবজি থাকে খাবার মেনুতে। খাবার শেষে অনেক গরিব মানুষ নিজেদের প্রয়োজনের কথা জানিয়ে টাকাও নিয়ে যান।
জাফর নামের একজন প্রায় প্রতিদিনই এখানে দুপুরে খাওয়া-দাওয়া করেন। তিনি মালিকের নাম জানেন না অথচ প্রতিবার খাওয়া শেষে আল্লাহর কাছে দোয়া করেন। ‘যিনি খাওয়ালেন তাকে যেন আল্লাহ সব সময় সুস্থ রাখেন।’
খাবার খেতে আসা এক বৃদ্ধা জানান, তিনি শুধু খান না, খাওয়া শেষে টাকাও নিয়ে যান। এমন আরো কয়েকজনের সঙ্গে কথা হয়। এ হোটেল যেন তাদের সবার কাছে অসহায়দের বিনা টাকায় এক ‘মুসাফির খানা’ হয়ে উঠেছে।
রেস্টুরেন্টের মালিক সাদ্দাম হোসেন অনন্ত জানান, আল্লাহর সন্তুষ্টির জন্যেই তিনি গরিব মানুষদের খাওয়ান। একজন অসহায় ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে আল্লাহ খুশি হন এবং তিনি নিজে শান্তি পান। আর তাদের দোয়ার বরকতে যদি আল্লাহ তাকে মাফ করেন। তাই তিনি গরিবদের খাওয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।