আন্তর্জাতিক ডেস্ক : দোকান বন্ধ করছিলেন সত্যেন্দ্র। ওই সময় বিনা পয়সায় পান চান শালু (২৮)। পান না পেয়ে দোকানির কান ও ঠোঁট কামড়ে দেন শালু। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনৌর সুজনপুরে। অভিযুক্ত যুবক পেশায় ভিডিওগ্রাফার।
পুলিশ বলছে, রাত ১০টা নাগাদ আক্রান্ত পানওয়ালা সত্যেন্দ্র দোকান বন্ধ করছিলেন। ওই সময় অভিযুক্ত শালু তার কাছে বিনা পয়সায় একটা পান চান। সেই সময় পান দিতে অস্বীকার করেন সত্যেন্দ্র। একে রেগে গিয়ে প্রথমে শালু পাথর মারেন। এরপর তাকে চেপে ধরে বাম কানে একটা কামড় বসিয়ে দেন।
যন্ত্রণায় ওই দোকানি পড়ে গেলে, শালু তার নিচের ঠোঁটে দ্বিতীয়বার কামড় বসান। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন যন্ত্রণায় ততক্ষণে জ্ঞান হারিয়েছেন আক্রান্ত পান বিক্রেতা। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত দোকানিকে ছেড়ে দেওয়া হয়। এরপর শালুর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন পানওয়ালা। যার ভিত্তিতে বুধবার রাতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।