স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডের লড়াইয়ে প্রতিপক্ষ ডানকা কোভিনিচকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন বেলারুশ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা।
গতকাল (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ফরাসি ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচে প্যারিসের শীত বেজায় ভুগিয়েছে আজারেঙ্কাকে। কোর্টের লড়াইয়ে প্রথম সেটে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর খেলাই ছেড়ে দিয়েছিলেন তিনি। অস্বস্তিকর পরিস্থিতিতে খেলতে চাননি আজারেঙ্কা।
অফিসিয়ালদের সঙ্গে বিতর্কে জড়িয়ে কিছুক্ষণের জন্য কোর্টও ছেড়ে ছিলেন। শেষমেশ খেলায় ফিরে মন্টেনেগ্রোর প্রতিপক্ষকে ৬-১ ও ৬-২ গেমে হারান আজারেঙ্কা। ম্যাচটি জিতেছেন এক ঘণ্টার একটু বেশি সময় নিয়ে।
প্রসঙ্গত, দ্বিতীয় রাউন্ডে আজারেঙ্কা লড়বেন ভেনাস উইলিয়ামস বা আন্না স্মাইয়েডলোভার বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।