স্পোর্টস ডেস্ক: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইউএস ওপেন জয়ী জাপানি টেনিস সুপারস্টার নাওমি ওসাকা।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কোর্টে গড়াচ্ছে ফরাসি ওপেন। মূলত ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। বৈশ্বিক করোনাভাইরাসের কারণে মূল সূচি থেকে পিছিয়ে গেছে এ আসর।
করোনাভাইরাসের কারণে কড়াকড়ি আরোপ করায় ফ্রেঞ্চ ওপেন শিরোপা ধরে রাখার মিশনে নামছেন না বিশ্বের নাম্বার ওয়ান তারকা অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টি।
ছেলেদের এককে ২০ গ্র্যান্ড স্লাম জয়ী সুইস মহাতারকা রজার ফেদেরার নিজেকে গুটিয়ে নিয়েছেন ক্লে-কোর্টের এ টুর্নামেন্টে থেকে। কেননা হাঁটুর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠতেই কোর্টের বাইরে লড়ে যাচ্ছেন এখন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।