বিনোদন ডেস্ক: ফ্লপ সিনেমার তালিকা প্রকাশ হলো বলিউডের। প্রাণঘাতি করো’নার প্রভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রি। শুধুমাত্র বলিউড ইন্ডাস্ট্রি বললে ভুল বলা হবে, প্রত্যেক ইন্ডাস্ট্রির কলাকুশলীরা ভীষণভাবে সমস্যায় পড়েছিলেন সেই সময়। প্রায় দেড় বছর বন্ধ ছিল সিনেমা হল। সিনেমাহলের মালিকদের হয়ে গিয়েছিল করুণ এক শোচনীয় অবস্থা। কিন্তু সে সমস্ত খারাপ সময় পেরিয়ে আমরা এখন অনেকটাই এগিয়ে গেছি। বর্তমানে সমস্ত সিনেমা হল আগের মত খুলে গেছে। কাজে ফিরেছেন প্রত্যেক কলাকুশলীরা। তবে আজ কথা বলব লকডা’উন শিথিল হবার পর এমন পাঁচটি সিনেমার কথা যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
রাধে: প্রথমেই কথা বলব সালমান খান অভিনীত সিনেমা রাধে র। প্রতিবছর ঈদের সময় সালমান খান একটি করে সিনেমা আমাদের সকলকে উপহার দেন। লকডাউনের সময় সিনেমা উপহার না দিতে পারলেও তার পরেই তিনি সিনেমা নিয়ে এসেছিলেন আমাদের সকলের সামনে। কিন্তু এই সিনেমার মারাত্মকভাবে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। এতটা খারাপ অবস্থা হবে তা হয়তো স্বয়ং সালমান খানও বুঝতে পারেননি।
হাঙ্গামা২: এই সিনেমাটির হাত ধরে বহুদিন বাদে শিল্পা শেঠি ফিরে এসেছিলেন সিনেমা জগতে। এই সিনেমা নিয়ে অনেক আশা রাখলেও শেষ মুহূর্তে এই সিনেমায় একেবারে ফ্লপ হয়ে যায় বক্স অফিসে। সিনেমার রেটিং ছিল বড্ড কম।
তদাপ: সুনীল শেট্টির ছেলের এটি ছিল প্রথম ডেবিউ ছবি। এই ছবি নিয়ে সুনীল শেট্টি আশাবাদী হলেও ছবিটি তামিল সিনেমা থেকে ডাবিং হওয়ায় সেই ভাবে সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে।
বান্টি আর বাবলি ২: এই সিনেমাতে রানী মুখার্জি এবং সাইফ আলি খান অভিনয় করেছেন। সিক্যুয়েল সিনেমা হলেও রানী মুখার্জি ছাড়া সিনেমার কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যায়নি এই সিনেমাতে। কিছুটা সেই কারণেই এই সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
দ্যা গার্ল অন দ্য ট্রেন: পরিনীতি চোপড়া অভিনীত সিনেমার কথা হয়তো আমরা অনেকেই জানিনা। সিনেমাটি নিয়ে পরিনীতি চোপড়া ভীষণভাবে আশাবাদী ছিলেন কিন্তু জনসাধারণের এই সিনেমাটি একেবারেই পছন্দ হয়নি ফলে বক্সঅফিসে সাফল্যের মুখ দেখতে পায়নি এই সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।