জুমবাংলা ডেস্ক : টানা বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতায় বিপর্যস্ত ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু। এর সঙ্গে যুক্ত হয়েছে যানজট। এ পরিস্থিতিতে নগরবাসীকে পোহাতে হচ্ছে ব্যাপক ভোগান্তি। অবস্থা এমন যে, সড়কে গাড়ি রেখে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন অনেকে।
বেঙ্গালুরুর সেন্ট্রাল সিল্ক বোর্ড জংশন থেকে ইলেকট্রনিক্স সিটি পর্যন্ত ৯ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পানি জমে যাওয়ায় ওই সড়কে যানবাহন প্রায় বন্ধ হয়ে যায় বুধবার। ফ্লাইওভারেও আটকে থাকে গাড়ি। যাত্রীরা, বিশেষ করে প্রযুক্তিবিদরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন গতকাল।
এনডিটিভিসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১০ সালে বেঙ্গালুরুর ওই এক্সপ্রেসওয়ে ইলেকট্রনিক্স সিটি, ইনফোসিস এবং বায়োকনের মতো কোম্পানিগুলিতে যাতায়াতের জন্য সময় কমাতে তৈরি করা হয়।
যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যেম যানজট নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। বুধবার এক্সে একজন লিখেছেন, ইলেক্ট্রনিকসিটি ফ্লাইওভারে গত দেড় ঘণ্টা ধরে সম্পূর্ণ জ্যাম। আমার এখনই ৩০ কিলোমিটার দূরে বাড়ি যাওয়া উচিত ছিল। আমরা বিভিন্ন কোম্পানির অনেক কর্মচারী হতাশ হয়ে হাঁটতে শুরু করতে পারি।
আরেকজন এক্সে লিখেছেন, ইলেক্ট্রনিক সিটি থেকে সিল্ক বোর্ডে যেতে তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। ঈশ্বরকে ধন্যবাদ, আমি পুলিশের পরামর্শ নিয়ে ফ্লাইওভারটি এড়িয়ে গেলাম।
রূপনা অগ্রহারায় জলাবদ্ধতার কারণে ফ্লাইওভারের শেষ প্রান্ত বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহন বন্ধ করে রাখা হয়।
অনেক যাত্রী সড়কে জলাবদ্ধতার জন্য ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (এনএইচএআই)–এর সমালোচনা করেছেন।
একজন সামাজিক যোগাযোগমাধ্যেম লিখেছেন, বেঙ্গালুরুতে আমাদের ট্রাফিক সমস্যাগুলোকে আরও জটিল করার জন্য আপনাদের ধন্যবাদ। এটি ইলেকট্রনিক সিটির রোড। জলাবদ্ধতার কারণে জ্যাম। ট্যাক্স এবং টোলের অর্থের অতি অপচয়। চালিয়ে যান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।