আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গড়িয়াহাট ফ্লাইওভার থেকে আত্মহত্যার চেষ্টা ঝাঁপ দিলেন তরুণী। নিচের রাস্তা দিয়ে যাওয়া এক চলন্ত ট্যাক্সির ওপর গিয়ে পড়েন তিনি। ঝাঁপ দিলেও অবশ্য প্রাণে বেঁচে হাসপাতালে ঠাই হয়েছে সেই তরুণীর। ২৬ বছর বয়সী ওই তরুণীর নাম স্নেহা হালদার।
রবিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
জানা গিয়েছে, স্নেহা কলকাতার এক গয়নার দোকানে কাজ করেন। পুলিশের ধারণা ব্যক্তিগত সমস্যার কারণে নিজের প্রাণ কেড়ে নিতে চেয়েছিলেন সেই তরুণী।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে আরও জানা গেছে, গতকাল তরুণী প্রায় রাত ন’টা নাগাদ ফ্লাইওভার থেকে ঝাঁপ দেন। নিচে ট্যাক্সির ওপর পড়েন তিনি। ট্যাক্সিটির পিছনে কাচ ভেঙে যায় এর জেরে। এরপরই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশকর্মীরা। পুলিশই সেই তরুণীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অত ওপর থেকে পড়লেও তরুণীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।
এদিকে গড়িয়াহাট থানার পুলিশ তরুণীর পরিবারকে খবর দিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘প্রায় ৫০ ফুট ওপর থেকে তরুণী নিচের রাস্তার ট্যাক্সির ওপর পড়েন। তাতে ট্যাক্সির কাচ ভেঙে যায়। তরুণী মারা যাননি তবে একাধিক ফ্র্যাকচারের শিকার হয়েছেন। বিশেষ করে তাঁর হাতে গুরুতর চোট লেগেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।