Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন বিষয়ক বিশেষ সংস্থা (আইসিএও) ২৩ মে ইউরোপের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন এবং ভিন্নমতাবলম্বি এক ব্যক্তিকে গ্রেফতার করার ঘটনায় বেলারুশের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) কাউন্সিল এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
এতে আরো বলা হয়, এ সংস্থার বৈঠকে ওই দিন আসলে কি ঘটেছিল তা অনুসন্ধানের এবং আন্তর্জাকি সংস্থা আইসিএও’র কোন সদস্য দেশ এ সংস্থার কোন বিধি লঙ্ঘন করেছিল কিনা তা জানার ওপর বেশি জোর দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।