আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন স্ট্রেইন বের হওয়ার জেরে বিমান চলাচল স্থগিত করেছে উপসাগরীয় দেশ সৌদি আরব, কুয়েত এবং ওমান। উপসাগরীয় দেশগুলো বলছে, ব্রিটেনে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর তারা সব ধরনের বাণিজ্যিক বিমান বন্ধ রাখছে। খবর খালিজ টাইমস’র।
এছাড়া এক সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ থাকবে। ফলে নৌবন্দর ও স্থলবন্দর দিয়ে প্রবেশ বন্ধ থাকছে।
সৌদি আরব, কুয়েত ও ওমান বলছে, বাণিজ্যিক সব ধরনের ভ্রমণ তারা বাতিল করছে। তাদের সীমান্ত ও ভূমি ব্যবহার করে প্রবেশ ও বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রিয়াদ বলছে, তারা সম্ভবত এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখছে। তবে দুই সপ্তাহের জন্যও বন্ধ রাখা হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দু’জন কর্মকর্তা জানিয়েছেন, এক সপ্তাহের জন্য স্থলবন্দর ও নৌবন্দর দিয়ে প্রবেশ বন্ধ থাকবে। সেটাও এক সপ্তাহের জন্য আবারো বাড়তে পারে।
মঙ্গলবার রাত ১টায় আকাশপথ, স্থলপথ ও জলপথ বন্ধ করে দেওয়ার ব্যাপারে আগেই জানিয়েছে ওমান। তারাও এক সপ্তাহের জন্য এসব বন্দর বন্ধ রাখছে।
কয়েত প্রাথমিকভাবে ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। কারণ, ব্রিটেন সরকার বলেছে, নতুন ধরনের করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।