রাজধানীর বংশাল নাজিরাবাজার চৌরাস্তা এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মো. আমিন (৩০)।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলি সানি গ্রামের বাদশা মিয়ার ছেলে আমিন বংশালের একটি সাইকেল পার্টসের দোকানে কর্মরত ছিলেন এবং বিডিআর ১ নম্বর গেট এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী জিসান জানান, বৃষ্টির অল্প মাত্রাতেই নাজিরাবাজারে পানি জমে যায়। সোমবার সকালে চৌরাস্তার পাশে জামাই গলি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। আমিন সাইকেল চালিয়ে সেখানে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হন। স্থানীয়রা একটি বাঁশ দিয়ে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।