বিনোদন ডেস্ক : চলছে বইমেলা। প্রতিদিন নতুন নতুন বই যোগ হচ্ছে। লেখকের আমন্ত্রণে নতুন বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত হতে দেখা যায় গণ্যমান্য ব্যক্তিদের। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নাট্যনির্মাতা সাজিন আহমেদ বাবুর লেখা ‘যে মনে কারফিউ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আর সেখানে ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন এই অভিনেতা!
সাধারণত বইমেলায় যারা বইয়ের মোড়ক উন্মোচন করতে অনুষ্ঠানে আসেন, তারা উন্মোচন করেই চলে যান। তবে মোশাররফ করিম বই উন্মোচন করার পর বই কিনে নিলেন। সঙ্গে সঙ্গে উপস্থাপক জানালেন এটি একেবারই ব্যতিক্রম ঘটনা। সাধারণত এটি দেখা যায় না। নাট্য নির্মাতা সাজিন আহমেদ বাবুর লেখা প্রথম বই ‘যে মনে কারফিউ’। বইটির উন্মোচন করার জন্য বইমেলায় যান মোশাররফ করিম। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রেবেনা জুঁই করিম। অন্যান্যের মধ্যে আরও ছিলেন অভিনেতা শহিদুল্লাহ সবুজ, নাট্যকার শফিকুল ইসলাম শান্তুনু, প্রকাশক তারিকুল ইসলাম রনি প্রমুখ।
এ প্রসঙ্গে মোশাররফ করিম গণমাধ্যমকে জানান, বাবু অনেক ভালো লেখেন। তার বইটির উন্মোচনের জন্য আমি বইমেলায় আসলাম। মোড়ক উন্মোচনের মঞ্চে দাঁড়িয়ে আমি বইটি কিনতে চাই এবং কিনে নিলাম। বাবুর বইটির জন্য শুভকামনা থাকলো। আমি দোয়া করি তার লেখার হাত আরও তরান্বিত হোক। নাট্যনির্মাতা সাজিন আহমেদ বাবুর লেখা ‘যে মনে কারফিউ’ বইটি পাওয়া যাচ্ছে তাম্রলিপি প্রকাশনীতে, প্যাভিলিয়ন নাম্বার ১৭।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


