Asus Zenbook 17 Fold ল্যাপটপটি খুব শীঘ্রই মার্কেটে রিলিজ পেতে চলেছে। ল্যাপটপের ভবিষ্যৎ ইনোভেশন কেমন হবে সেটা জানতে হলে এ ল্যাপটপের স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে জানতে হবে।
আসুসের এ ল্যাপটপটি OLED Screen প্যানেল সাপোর্ট করে। ল্যাপটপটির স্ক্রীন সাইজ হচ্ছে ১৭.৩ ইঞ্চি। ইন্টেল এর দ্বাদশ জেনারেশনের প্রফেসর ব্যবহার করা হয়েছে। শক্তিশালী কোর আই সেভেন চিপসেট দ্বারা ল্যাপটপটি পরিচালিত হবে।
আসুসের এই ল্যাপটপের ডিজাইন অন্য ডিভাইসের মত নয়। বইয়ের মত ভাঁজ করা সম্ভব এই ল্যাপটপের ডিসপ্লেকে। এরকম ফিচার খুব কম ল্যাপটপে দেখা যায়।
আসুসের জেনবুক এর ল্যাপটপের স্ক্রিনে টাচ অপশন ব্যবহার করা যাবে যেমনটি আধুনিক স্মার্টফোনের ডিসপ্লেতে টাচ এর মাধ্যমে সব ধরনের কাজ পরিচালনা করা সম্ভব হয়।
ল্যাপটপে ১৬ গিগাবাইট র্যাম দেওয়া হয়েছে এবং এক টেরাবাইট ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এ ল্যাপটপে কোন কিবোর্ড নেই। পুরো ল্যাপটপটাই ডিসপ্লে এর উপর নির্ভর করে গঠিত। আবার আপনি চাইলে এই ডিসপ্লে ভাঁজ করতে পারবেন।
টাচ স্ক্রিনের সুবিধা থাকায় আপনি স্মার্টফোনের মত সহজে ল্যাপটপটিকে ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনের যেমন ভার্চুয়াল কিবোর্ড থাকে তেমনি এ ল্যাপটপে ভার্চুয়াল কিবোর্ড এর সুবিধা থাকবে।
তবে আপনি ব্লুটুথ অপশনের সহায়তা নিয়ে কিবোর্ড ব্যবহার করতে পারবেন। এই ল্যাপটপে একই সাথে বিল্টইন মাইক্রোফোন এবং স্পিকারের সুবিধা পেয়ে যাবেন।
আসুসের জেনবুক এ ল্যাপটপে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিরি এবং আলেক্সা ব্যবহার করা যায়। এটির ব্যাটারি বেশ শক্তিশালী হওয়ায় একবার চার্জ দেয়ার পর টানা ১০ ঘন্টা ব্যবহার করতে পারবেন।
ল্যাপটপটির ওজন অনেক কম এবং এর ফলে স্বাচ্ছন্দ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন। ল্যাপটপের দাম হবে বাংলাদেশের টাকায় ৩ লাখ ৩২ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।