জুমবাংলা ডেস্ক : দিনাজপুরে স্বল্প পরিসরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলের দিকে জেলা গ্রন্থাগারের আয়োজনে গোর এ শহীদ বড় ময়দানরস্থ সরকারি গণগ্রন্থাগার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বই এমন একটি বস্তু যা কখনো মানুষের সাথে বেইমানি করে না। একটি বই একটি মৃত আত্মা। দিনাজপুর সরকারি গণগ্রন্থাগারে প্রায় ৪০ হাজারেরও বেশি দেশি-বিদেশি লেখকদের বই রয়েছে।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির যুগে মানুষের মধ্যে ছাপা অক্ষরের লেখা পড়বার আগ্রহ কমে গেছে। কিন্তু বই পড়ার আবেদন চিরকালই থাকবে।
এ সময় গণগ্রন্থাগারের উন্নয়নে ৫০ হাজার টাকা আর্থিক বরাদ্দেরও ঘোষণা জেলা প্রশাসক। পরে গ্রন্থাগারে শিশুদের কিডস প্লেয়িং জোন ও কোডিং প্রোগ্রামিং জোন’র উদ্বোধন করা হয়।
এর আগে গ্রন্থাগার চত্ত্বরে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্মী ফারহানা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক রাজিউর রহমান, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।