Advertisement
বগুড়ার শাজাহানপুর উপজেলায় শাশুড়ি ও পুত্রবধূর পারিবারিক দ্বন্দ্বে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ ডেকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার সকালে উপজেলার মাদলা হেলেঞ্চাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, আজ সকালে পুত্রবধূ লাবণী ৯৯৯-এ ফোন দিয়ে তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করেন। সকাল পৌনে ৮টার দিকে তাদের বাড়িতে ফোর্সসহ যাওয়া হয়। গিয়ে দেখা যায় তার শাশুড়ি শাহেরা বেগম তাকে কোনো মারধরই করেননি।
পারিবারিক ঝামেলা থেকে বউ-শাশুড়ির মধ্যে শুধু বাক-বিতণ্ডা হয়েছে বলে জানান তিনি।
এদিকে লাবণী আক্তারের স্বামী মো. শাহীন সেসময় পুলিশকে জানান, তার স্ত্রী লাবণী ও তার মা শাহেরা বেগমের মধ্যে প্রায়ই পারিবারিক ঝামেলা হয়। বউয়ের পক্ষে কথা বললে মা ক্ষিপ্ত হন। অপরদিকে, মায়ের পক্ষে কথা বললে বউ ক্ষিপ্ত হয়। এ নিয়ে তিনি খুব বিপদে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



