মঙ্গলবার সকাল ৯টা থেকে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কয়েকশ’ শ্রমিক মহাসড়ক অবরোধ করেন।
মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে আগুন লাগিয়ে শ্রমিকরা প্রতিবাদ করতে থাকেন। এতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সড়ক কার্যত অচল হয়ে পড়ে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, এ ব্যাপারে শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। মালিকপক্ষ বুধবার শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে বেলা ১১টার দিকে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।
তিনি জানান, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে। চান্দিনা, দেবিদ্বার থানার পুলিশসহ মহাসড়কে হাইওয়ে পুলিশ অবস্থান করছে। যানবাহন চলাচল সচল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।