বিনোদন ডেস্ক : আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘ড্রিম গার্ল ২’ মুক্তি পেয়েছে গত ২৫ আগস্ট। প্রথম দিনে তেমন সাড়া না ফেললেও, গতকাল শনিবার দ্বিতীয় দিনে ব্যবসা বেড়েছে সিনেমাটির। শুধু তাই নয়, দ্বিতীয় দিনের আয়ের নিরিখে ব্লকব্লাস্টার ‘গদর ২’-কে রীতিমতো টেক্কা দিয়েছে সিনেমাটি।
বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সচনিল্ক জানিয়েছে, গতকাল শনিবার ‘ড্রিম গার্ল ২’ বক্স অফিসে মোট ১৪ কোটি রুপি আয় করেছে। আর অন্যদিকে এদিন ‘গদর ২’ আয় করেছে ১২.৫ কোটি রুপি।
সচনিল্ক ডট কমের প্রতিবেদন অনুযায়ী, ‘ড্রিম গার্ল ২’ গত শুক্রবার মুক্তির প্রথম দিনে ১০.৬৯ কোটি রুপি আয় করেছিল। অর্থাৎ দুই দিনের ব্যবসা মিলিয়ে সিনেমাটির মোট আয় ২৪.৬৯ কোটি রুপি।
প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল একতা কাপুর প্রযোজিত ‘ড্রিম গার্ল’। সেখানে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গিয়েছিল নুসরাত ভারুচাকে। ব্যবসাসফল সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল।
‘ড্রিম গার্ল’-এর পর ‘ড্রিম গার্ল ২’ ও পরিচালনা করেছেন রাজ শান্ডিল্য। সিনেমাটিতে এবার আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। সিনেমাটিতে আয়ুষ্মানে বাবার ভূমিকায় অন্নু কাপুরই রয়েছেন। এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়াস, মনোজ জোশী, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৫ আগস্ট।
আল্লু আর্জুন ৬৯ বছরের রেকর্ড ভেঙে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।