বিনোদন ডেস্ক: সিনেমা বাণিজ্য যদিও পুরুষশাসিত। তবে এতে নারীদের ভূমিকাও কম নয়। গ্ল্যামার ও অভিনয় দক্ষতায় নায়িকারাও তাদের অবস্থান তৈরি করেন, জনপ্রিয় হন, প্রতিষ্ঠা পান। এই সময়ে বলিউডের প্রথম সারির নায়িকা কিংবা অভিনেত্রী বলতে সবাই বোঝেন ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের।
কিন্তু জানেন কি, বক্স অফিস সাফল্যে এদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন আরেক অভিনেত্রী। তার অভিনীত সফল সিনেমার সংখ্যা যেমন বেশি, তেমনি সামগ্রিক বক্স অফিস কালেকশনও বিস্ময়কর।
ডিএনএ-র এক রিপোর্ট থেকে জানা গেছে, এই অভিনেত্রীর ছবিগুলোর সর্বমোট বক্স অফিস কালেকশন চার হাজার কোটি রুপি। যা হিন্দি সিনেমার ইতিহাসে যেকোনো অভিনেত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ।
সফলতম সেই অভিনেত্রী হলেন কারিনা কাপুর খান। যাকে নির্দ্বিধায় বলা যায় বক্স অফিসের রানি। তার অভিনীত ২৩টি সিনেমা সুপারহিট হয়েছে। এরমধ্যে দুটি ছবি অলটাইম ব্লকবাস্টার। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন কারিশমা কাপুর (২২), ক্যাটরিনা কাইফ (২২), রানি মুখার্জি (২১), প্রিয়াঙ্কা চোপড়া (১৮) ও কাজলের (১৪) মতো অভিনেত্রীকে।
কারিনা অভিনীত সফল ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বজরঙ্গি ভাইজান’, ‘থ্রি ইডিয়টস’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘জাব উই মেট’, ‘বডিগার্ড’, ‘গুড নিউজ’ ইত্যাদি। সবগুলো সিনেমার বৈশ্বিক বক্স অফিস কালেকশন চার হাজার কোটি রুপির বেশি।
কারিনার ধারে-কাছে তো দূর, তিনি ছাড়া তিন হাজার কোটি রুপির গণ্ডি পেরনো অভিনেত্রী মোটে চার জন। তারা হলেন দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, তামান্না ভাটিয়া ও আনুশকা শেঠি। এরমধ্যে তামান্না ও আনুশকা শেঠি দুজনেই ‘বাহুবলী’ সিনেমার সুবাদে এই তালিকায় রয়েছেন। দুই পর্বের ছবিটির আয় দুই হাজার ৪০০ কোটি রুপি।
দুই হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করা অভিনেত্রীদের মধ্যে আছেন ঐশ্বরিয়া রাই, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও নয়নতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।