জুমবাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যের রাজা বাদশাহ শেখদের পোশাক বিস্ত তৈরি হচ্ছে বগুড়ায়। ‘বিস্ত’ নামের দৃষ্টিনন্দন ও উন্নতমানের ঐতিহ্যবাহী এই পোশাক তৈরি করছে মমতাজ বিস্ত মহল। যার ক্রেতা সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের ধনাঢ্য ব্যাক্তিরা। এতে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
কাতার ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে একটি কালো পোশাক ‘বিস্ত’ পরিয়ে দেন কাতারের আমির। এরপর বিশ্বজুড়ে আলোচনা শুরু হয় এই পোশাক নিয়ে। মূলত আরবদের আভিজাত্য প্রকাশে পরা হয় এই পোশাক। বিশেষ ধরণের সুতা আর হাতে তৈরি এই পোশাকের দাম কখনও কখনও লাখ টাকা ছাড়িয়ে যায়।
প্রায় তিন লক্ষ টাকা দামের সুতা দিয়ে বোনা হয় আরব শেখদের অভিজাত পোশাক ‘বিস্ত’। উনিশশো নিরানব্বই সালে সৌদি আরব গিয়ে এই পোশাক তৈরির কৌশল শিখেন বগুড়ার রায়হান আলী।
এরপর নিজেই সৌদি আরব, পরে কাতারে এই পোশাক তৈরির ব্যবসা করেন।বাংলাদেশে ফিরে এসে নিজেই গড়ে তোলেন ‘বেস্ত’ তৈরির কারখানা।বগুড়ায় নিজ গ্রামে গড়ে তোলা তার এই কারখানায় তৈরি হয় লাখ টাকা দামের পোশাক এবং সেগুলো রপ্তানিও হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।