বগুড়া-৬ (সদর) আসনে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে তারেক রহমান প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে তিনি এ প্রতীক পান।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান দলীয় প্রতীক বরাদ্দ দেন।
বগুড়া- ৬ (সদর) আসনে পাঁচজন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। বাংলাদেশ ন্যাশনাল পাটি (বিএনপি) ‘ধানের শীষ’ প্রতীক ছাড়াও অন্যান্য যে দলগুলো অংশ নিয়েছেন তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশির পেয়েছেন ‘হাতপাখা’, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন ‘লাঙল’ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরী পেয়েছেন ‘মই’ প্রতীক।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
জানা গেছে, সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে ‘করতোয়া’ জেলার সাতটি আসনে প্রতীক বরাদ্দের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বগুড়ার ৭টি আসনে মোট ৩৪ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বগুড়া- ২ (শিবগঞ্জ) আসনে বিএনপির পক্ষে মীর শাহে আলম ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পাওয়ায়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার দলীয় প্রতীক ‘কেটলি’ নিয়ে নির্বাচন করবেন।
এদিকে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন বগুড়ার তিন প্রার্থী। এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি, বগুড়া- ৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস।
আরও পড়ুনঃ
‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া মানেই শহিদের রক্তের সঙ্গে বেইমানি: নৌ-পরিবহন উপদেষ্টা
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, বগুড়া জেলায় মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন। তবে এ আসনে ১০জন হিজড়া ভোটারও রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


