
Advertisement
জুমবাংলা ডেস্ক: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। খবর ইউএনবি’র।
তারা হলেন শহরের কাটনারপাড়া এলাকার হেদায়েদুল ইসলাম (৭৮), আদমদীঘি উপজেলার তিলজগ্রামের আহম্মেদ আলী (৬২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাজেন কুমার (৫৫)।
হেদায়েদুল ও নাজেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আহম্মেদ টিএমএসএস হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বুধবার জেলা সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, জেলায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৭ হাজার ২৯ জন। তাদের মাঝে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ১৬৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।