
জুমবাংলা ডেস্ক : বগুড়ায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এতদিন সব রোগী বগুড়ার বাইরে থেকে আসলেও মঙ্গলবার বগুড়ার দন্ত চিকিৎসক সাব্বির মোস্তাক ডুরেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
তার পরিবার থেকে বলা হয়েছে, তিনি সম্প্রতি বগুড়ার বাইরে কোথাও যাননি। অর্থাৎ বগুড়াতেই এডিস মশার কামড়ে অসুস্থ হয়েছেন চিকিৎসক সাব্বির মোস্তাক।
বগুড়ার বেসরকারি বড় দুটি রোগ নির্ণয় কেন্দ্রে ও স্থানীয় ক্লিনিকগুলোর তথ্যমতে, জুলাই মাসে ১১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এরা সবাই চিকিৎসাধীন।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ১০ জন এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এর বাইরে শহরের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আরও পাঁচজন। হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হওয়া রোগীদের বেশির ভাগই রাজধানীর সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শুধু বগুড়ায় আক্রান্তর মধ্যে দন্ত চিকিৎসক সাব্বির মোস্তাক ডুরেন রয়েছেন। তিনি বেসরকারি ক্লিনিক সামসুন্নাহারে চিকিৎসা নিচ্ছেন। বগুড়া শজিমেক হাসপাতালের সহকারি পরিচালক ও ডেঙ্গু নিয়ন্ত্রণ সমন্বয়ক ডা. আরিফুর রহমান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ার সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্তরা বগুড়া ও বিভিন্ন জেলার বাসিন্দা হলেও ঢাকা থেকে ডেঙ্গু জীবাণু বহন করে এনেছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য শজিমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হালিমুর রশিদের নেতৃত্বে ১০ জন সদস্যের উচ্চপর্যায়ের মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে বহির্বিভাগের সামনে হেল্প ডেস্ক খোলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।