জুমবাংলা ডেস্ক : বগুড়ায় নতন করে একজন চিকিৎসক, দুই পুলিশ ও দুই ব্যাংকার করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়। সেখানে বগুড়ার ৯৬টির মধ্যে ৫জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে দুইজন বগুড়া জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। তারা ইতিপূর্বে আক্রান্ত পুলিশ সদস্যদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।
অপর দুই ব্যাংক কর্মকর্তার একজন কাহালু উপজেলার এবং অপরজন সোনাতলা উপজেলার বাসিন্দা। তারা দুজনই ব্যাংকে চাকরি করেন। বুধবার সকালে তারা বগুড়ায় ফিরেছেন।
এছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একজন চিকিৎসক রোগীর সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসক আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা ওই হাসপাতালের স্বাস্থ্য ও সাধারণ শাখার ১৭ জন কর্মিকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল।
এছাড়া জয়পুরহাটের ৮৯টি নমুনা পরীক্ষার ফলাফলে ২টি পজিটিভ, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও নওগাঁর একটি করে পরীক্ষার ফলাফল সব নেগেটিভ এসেছে।
বগুড়ায় এখন মোট ৫৭ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ৯ জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন ৪৮জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।