জুমবাংলা ডেস্ক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য এবার বগুড়ায় টিসিবির কার্যক্রম শুরু হতে যাচ্ছে ২০ মার্চ রবিবার থেকে।
এ বছর রমজান মাসে বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে টিসিবির মাধ্যমে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে বলে শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাকের কার্যালয়ে এক প্রেস এ তথ্য জানান। প্রথম ধাপে টিসিবির নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি বিক্রি করা হবে।রমজানের মাধামাঝি সময়ে দ্বিতীয় দফায় আরো সংযুক্ত হবে ছোলা ।
সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের আওতায় এ বছর রমজান মাস উপলক্ষে বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করবে জেলা প্রশাসন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি বিক্রি করা হবে। টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি নিয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে বগুড়ার সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
আগামী ২০ মার্চ সকাল ৯টায় ৪ নং ওয়ার্ডে তিনি নিজে উপস্থিত থেকে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। তিনি জানান, এরই মধ্যে জেলার ১২টি পৌরসভা ও ১২টি উপজেলার মাধ্যমে তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। জেলায় ৩৩টি পয়েন্টে টিসিবির নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে।
ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। রোজার আগে ও পরে মোট দুইটি ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম দফায় পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় ধাপে পণ্য দেয়া হবে ৩ এপ্রিল থেকে। ২য় ধাপে শুধু ছোলা অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।
১২টি উপজেলায় এক লাখ ৬৩ হাজার ১৯৮টি পরিবার টিসিবি’র কার্ড পাবেন। এর মধ্যে আদমদীঘিতে ৯ হাজার ৮৬৬টি সদর উপজেলায় ২৬ হাজার ৩৪২টি ধুনটে ১৬ হাজার ৪১০টি, দুপচাঁচিয়ায় ১১ হাজার ২৯৫টি, গাবতলীতে ১৬ হাজার ৩৫৩টি, কাহালুতে ৯ হাজার ৩১৯টি, নন্দীগ্রামে ১০ হাজার ২১টি, সারিয়াকান্দিতে ১৪ হাজার ৭৩৯টি, শাজাহানপুরে ৬ হাজার ৫৫টি, শেরপুরে ১৩ হাজার ৭৯৬টি, শিবগঞ্জে ১৬ হাজার ২৩৭টি এবং সোনাতলায় ১২ হাজার ৭৬৫টি।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া চেম্বারের সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজসহ প্রন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।