জুমবাংলা ডেস্ক: বগুড়া জিলা স্কুলে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সোমবার জেলা ১১টায় ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। জিলা স্কুল মাঠে বগুড়া জেলা প্রশাসক প্রধান অতিথি ও জেলা পুলিশ সুপার বিশেষ অতিথি থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
মেলায় বক্তারা বলেন, শিক্ষাথীদের বিজ্ঞান মনোষ্ক হতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন প্রধান শেখ হাসিনা। আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এ অগ্রযাত্রাকে কেউ যেন নষ্ট করতে না পারে। দেশের আজকের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চ্চায় মনোনিবেশ করতে হবে।
বিজ্ঞান মেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: জিয়াউল হক, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: আশরাফুলমমিন খান, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হযরত আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জানান, মেলায় ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।