বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

জুমবাংলা ডেস্ক: বগুড়ায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

সড়ক

শনিবার সকালে নন্দীগ্রাম উপজেলার রনবাঘায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান চালক আফছার আলী (৫৫)  এবং শুক্রবার রাতে শেরপুর উপজেলায় বাস চাপায় আব্দুল  মোন্নাফ (২৯) নিহত হন।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত ভ্যানটি রনবাঘা বাজারে যাচ্ছিলো।এসময় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আফছার আলী ঘটনাস্থলেই মারা যান।নিহত আফছার আলী নাটোর জেলার সিংড়া উপজেলার কুড়ি পাকিয়া গ্রামের মৃত মেছের আলীর  ছেলে। তার মৃতদেহ পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

এদিকে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, শুক্রবার রাতে মোন্নাফ নামে এক হোটেল শ্রমিক  কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় মির্জাপুর বাজার নামক স্থানে মহাসড়কের পাশে ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা  দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি পালিয়ে গেছে। চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া  শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর  করা হয়েছে। নিহত মোন্নাফ উপজেলার খানপুর ইউনিয়নের চকখানপুর গ্রামের  বেলায়েত হোসেনের ছেলে। সূত্র: বাসস