জুমবাংলা ডেস্ক : বগুড়ায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে রশিদুল ইসলাম(৩২) নামের এক ফ্লেক্সিলোড ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটা দিকে শহরের জলেশ্বরীতলাস্থ টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় নিহতের ভগ্নিপতি বছিরকেও ছুরিকাঘাত করে আহত করে তারা। নিহত রশিদুল শহরের রহমান নগর এলাকার মৃত জাহেদুল ইসলাম লালুর ছেলে। তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় জব্বার ক্লাব মোড়ে ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিলেন। তিনি একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িত সিয়াম ও সামাইনের সিগারেট খাওয়ার কথা এলাকার ছেলেদের বলেছিল নিহত রশিদের ভাগ্নে শান্ত। বিষয়টি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে শান্তকে মারধর করতে থাকে। এ সময় তার বাবা বছির ও মামা রশিদুল সেখানে গিয়ে তাদের বোঝাতে চেষ্টা করে। এর মধ্যে ওই দুজন তাদের কাছে থাকা ছুরি দিয়ে রশিদুল ও বছিরকে আঘাত করে পালিয়ে যায়।
ওসি বলেন, সিয়াম ও সামাইনের বয়স ১৮-১৯ এর মতো হবে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত রশিদুল সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। মানুষের জীবন বাঁচাতে তিনি অনলাইনে ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত সংগ্রহ করে দিতেন। এলাকায় পুরুষ কেউ মারা গেলে মরদেহ গোসল করানোর জন্য ডাক পরতো রশিদুলের। এছাড়াও করোনাকালে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে করোনায় মৃতদের দাফন করার দায়িত্ব নিতেন। ক্ষুদ্র ব্যবসায়ী রশিদুল করোনা প্রার্দুভাবের মধ্যে নিজের মটরসাইকেল বিক্রি করে অসহায় মানুষের খাদ্য সহায়তা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।