জুমবাংলা ডেস্ক: বগুড়া জেলায় আজ করোনা পরিস্থিতিতে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেনীপেশার ৫৬১ জন ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের করোতোয়া মিলনায়তনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন শ্রেনীপেশার ২৯৫ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জনপ্রতি পাঁচহাজার টাকা করে মোট ১৪ লাখ ৭৫ হাজার পাঁচশ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এর পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ২৬৮জনকে খাদ্য সহায়তা হিসাবে জনপ্রতি আটকেজি চাল, এককেজি ডাল, আধালিটার সয়াবিন তেল, আধাকেজি চিনি, আধাকেজি লবন ও একটি সাবানের প্যাকেট প্রদান করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।