Advertisement
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ভবানীপুরে এক খামার মালিককে খুন করে তিনটি গরু লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত খামার মালিকের নাম শাহজাহান আলী (৬০)। তিনি একই এলাকার আব্দুস সামাদ প্রামানিকের ছেলে। গরু তিনটির আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
শেরপুর থানার এসআই ওসমান গনি জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হবে।
শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।