জুমবাংলা ডেস্ক : বগুড়ার শেরপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখানো হয় তিন শিশুকন্যাকে। এসময় ওই শিশুদের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ যৌন হয়রানির চেষ্টা চালায় যুবক জুয়েল রানা। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। এরপর গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় গত শনিবার (১৮ জুলাই) রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর মা বাদী এই মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিনটি শিশু গত ১৪ জুলাই বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির বাইরে একসঙ্গে খেলাধুলা করছিল। এমন সময় পার্শ্ববর্তী এলাকার যুবক জুয়েল রানা ওই শিশুদের চকলেট খাওয়ানোর নামে তার শয়নঘরের মধ্যে নিয়ে যায়। কৌশলে ওই শিশুদের অশ্লীল ভিডিও দেখায় এবং তাদের যৌন হয়রানি করতে থাকে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে জুয়েল রানাকে আটক করে গণধোলাই দেয়।
মামলার বাদী বলেন, জুয়েল ইতিপূর্বে বেশ কয়েকজন শিশুকন্যাকে যৌন হয়রানি করেছে। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জুয়েল রানার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।