জুমবাংলা ডেস্ক : বগুড়ার গাবতলী উপজেলায় মুক্তিপণ না পেয়ে প্রবাসীর শিশুপুত্র হানজালা (৬) হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি হত্যাকারী মনজু মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মনজু মিয়া গাবতলী উপজেলার রামেশ্বরপুর নিশুপাড়ার আব্দুল জব্বার প্রামানিকের ছেলে। তিনি নিশুপাড়া বাজারে ফার্মেসী দোকানের ব্যবসা করতেন।
শুক্রবার বগুড়া জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মনজু মিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ ডিসেম্বর বিকেলে বগুড়ার গাবতলীতে রামেশ্বরপুর ইউনিয়নের নিশুপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী পিন্টু মিয়ার ছয় বছর বয়সী শিশুপুত্র হানজালা বাড়ির পাশে খেলতে গিয়ে অপহণ হয়। এরপর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মুক্তিপণ না পেয়ে হানজালাকে শ্বাসরোধ করে হত্যা করে পলিথিনে মুড়িয়ে পুকুরে ইট চাপা দিয়ে রেখে হানজালার মাকে ফোন জানিয়ে দেয় অপহরণকারী। এরপর গত ২১ জানুয়ারি ভোর রাতে পুকুর থেকে পলিথিনে মোড়ানো হানজালার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপহরণের পর পরই থানায় জিডি করা হলেও পুলিশের কোনো সহযোগীতা পাননি বলে অভিযোগ তুলেছিলেন শিশুটির পরিবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।