জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ পেল ২০ হাজার নেতকর্মী।
রোববার দুপুরে উপজেলার ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে আগত নেতকর্মীদের মাঝে বইগুলো বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে নেতকর্মীদের জানানোর জন্যই আগতদের মাঝে বঙ্গবন্ধুর‘অসমাপ্ত আত্মজীবনী’বিতরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
এদিকে সম্মেলনকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে ১৬০ ফুট দীর্ঘ নৌকার ওপর তৈরি করা হয় অতিথিদের মঞ্চ। এছাড়া সম্মেলন প্রাঙ্গণে পদ্মা সেতুর আদলে ৩০০ ফুট লম্বা সেতু তৈরি করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। আর পুরো উপজেলাকে সাজানো হয় বিভিন্ন ফেস্টুন ও ব্যানারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।