
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ২০২০ সালের ১০ মার্চ পরিচালকসহ ছবির একটি টিম বাংলাদেশেও এসেছিল। পরিচালকের সঙ্গে দলে ছিলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিনেম্যাটোগ্রাফার আমির মোকরি ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল ( অভিনেতা ভিকি কৌশালের বাবা)।
করোনার কারণে লকডাউন ঘোষণা হলে চট্টগ্রামে ছবির শুটিং স্থগিত রেখে ভারতে ফিরে যায় টিম। ২০২১ সালের মার্চ-এপ্রিল মাসের দিকে ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। লস অ্যাঞ্জেলসের একটি প্রযোজনা সংস্থা ছবিটির প্রযোজনা করছে।
উল্লেখ্য, দেশে সরকারি প্রযোজনায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক। এটি পরিচালনা করবেন উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা বায়োপিক মাস্টার’খ্যাত শ্যাম বেনেগাল। ইতোমধ্যে ছবিটির কলাকুশলী বাছাই করা হয়েছে। করোনার কারণে স্থগিত আছে শুটিং কার্যক্রম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


