জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু-দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে আজ রাঙ্গামাটিতে শিশু-কিশোরদের নিয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জেলা যুবলীগের সহ- সভাপতি আশীষ কুমার নব, মো. আবু তৈয়ব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলার সাধারণ সম্পাদক মো. শাহ এমরান রোকন প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিন শিশু-কিশোরদের সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামীকাল কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতিত্ব অর্জনকারীদের আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য সংলগ্ন স্মৃতিস্তম্ভ চত্বরে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ করা হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।