গোলাম রব্বানী বিশ্বাস : মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে বরাবরের মতোই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে খুলনা জেলা প্রশাসন। জেলা স্টেডিয়ামে ওইদিন আসরের নামাজ আদায়ের পর ৬ হাজার ৬৬৬জন আলেমের সমন্বয়ে দোয়া ও বিশেষ মোনাজাত করা হবে।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ খুলনা জেলা স্টেডিয়ামে ৬ হাজার ৬৬৬জন আলেম, সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লি সমবেত হয়ে আসরের নামাজ আদায়পূর্বক দোয়া ও মোনাজাতে শরীক হবেন। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারপূর্বক খুলনা মহানগর ও উপজেলাসমূহের এক হাজার ৮০০ শিক্ষা প্রতিষ্ঠানের (প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা) শিশু শিক্ষার্থী ও এক হাজার ২০০ মসজিদে মুসল্লিসহ পাঁচ লক্ষাধিক লোক জুম অ্যাপের মাধ্যমে মূল অনুষ্ঠান প্রাঙ্গণের (খুলনা জেলা স্টেডিয়াম) সাথে সংযুক্ত হয়ে দোয়া ও মােনাজাতে শরীক হবেন।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ব্যতিক্রম ধর্মী এ কর্মসূচির আয়োজক। আগামীকাল বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে আরও বিস্তারিত তথ্য জানাবেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।