গাজীপুর প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলা আ’লীগের নব নির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারন সম্পাদক এইচ এম বকর চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার বেলা ১১টায় রাজধানী ঢাকার ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাস ভবনে দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বেলা সাড়ে বারোটায় দিকে তারা বনানী কবরস্থানে গিয়ে শহীদ ময়েজউদ্দিন ও বিলকিস ময়েজউদ্দিনের কবরেও পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নেতা-কর্মীরা নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য তাসলিমা রহমান লাভলী, কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, জামালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান খান ফারুক মাস্টার, জাঙ্গালীয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী সারোয়ার হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, তুমলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী সালাউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।