জুমবাংলা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় চট্টগ্রামের চকবাজারে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) চকবাজারে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ফরহাদ জামান লিংকনের পরিচালনায় ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেন গুপ্ত।
বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাশেদুল আরেফিন জিসান, মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রনি মির্জা, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেল, সুজন চৌধুরী, বোরহান উদ্দিন ফরহাদ, সাঈদ ইবনে জামান, নয়ন মজুমদার, মীর মোহাম্মদ ইমতিয়াজ।
রেজাউল করিম চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরীর কর্মীরা মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারে না, মহিউদ্দিন চৌধুরী তার কর্মীদের শিখিয়ে গেছেন বিপদের সময় জনগণের পাশে কীভাবে থাকতে হয়, তাই তো করোনা কালীন মানুষ যখন চিকিৎসা সেবা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে তখন মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের ঘরে ঘরে গিয়ে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।