জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ।
বুধবার (৫ জুন) বিকেলে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ’৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় এবং রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেন, র্যাব জঙ্গি দমন, অস্ত্র উদ্ধার, মাদক, জলুদস্য, ভূমিদস্যুসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুস্থ নির্বাচন হচ্ছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসাবে পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বলে আজ এসব সম্ভব হচ্ছে।
তিনি বলেন, দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তার দায়ভার নিজের, কোনো বাহিনীর নয়।
তিনি আরও বলেন, সাবেক র্যাব মহাপরিচালক ও পুলিশপ্রধান বেনজীর আহমেদের দুর্নীতি প্রসঙ্গে নয়া র্যাবপ্রধান বলেন, একটা ফোর্স কখনো কারও দায় নেবে না। কেউ যদি কোনো ভুলত্রুটি করে থাকে তাহলে ফোর্স এ দায়ভার নেবে না। কোনো ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই।
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মোঃ ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফত ইসলাম, র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ, র্যাব-১০ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরিফিনসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলি আফিফা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।