স্পোর্টস ডেস্ক : করোনার কারণে এক বছর বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়ে গেল বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ। প্রথম দিনেই আজ সেঞ্চুরি উপহার দিয়েছেন সাইফ হাসান। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি তার ভালোভাবেই শুরু হলো। তার সঙ্গে শতাধিক রানের জুটি গড়া নাদিফ চৌধুরী হাফ সেঞ্চুরি করেছেন। এনসিএলের প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম দিন শেষে ঢাকার সংগ্রহ ৮ উইকেটে ২৯৭ রান।
বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা খুবই খারাপ হয়। স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান দুই ওপেনার। গোল্ডেন ডাক মারা রনি তালুকদারকে এলবিডব্লিউ করেন মুকিদুল ইসলাম। আব্দুল মজিদকে প্যাভিলিয়নে ফেরা আলাউদ্দিন বাবু। উইকেটে এসে মহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে প্রতিরোধ গড়েন সাইফ। থিতু হওয়ার পরেও ৪৭ রান করে অঙ্কন আউট হয়ে গেলে ভাঙে ৭৯ রানের জুটি।
এরপর তাইবু্র পারভেজ (১০) ও শুভাগত হোম (১০) উইকেটে এসে দ্রুত ফিরে যান। সাইফের সঙ্গী হন নাদিফ। ৯১ বলে তিনি ফিফটি পূরণ করেন। আর সেঞ্চুরি তুলে নেন ১৬৭ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ বছর বয়সী ব্যাটসম্যানের এটি পঞ্চম সেঞ্চুরি। ২৩৩ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১২৭ রান করা সাইফকে ফিরিয়ে ১৩৭ রানের জুটি ভাঙেন বাবু। এরপর ১০৫ বলে ৮ চার ২ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলা ঢাকা অধিনায়ক নাদিফকেও তিনিই আউট করেন। ২৫ রানে তার শিকার ৪ উইকেট। ৬০ রানে ২ উইকেট নেন মাহমুদুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।