বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদকের জন্য ২ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ পরিচালিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’-এর জন্য স্থায়ী আমানত হিসেবে দুই কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সংস্কৃতি সচিব আবুল মনসুর বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর হাতে এই চেক তুলে দেন।

আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ জানিয়েছেন, এই আমানত থেকে পাওয়া আয় দিয়ে প্রতি বছর সর্বোচ্চ তিন জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক দেওয়া হবে।

২০২০ সালে পদকটি প্রবর্তন করা হয়। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন।

২০২০ সালে এ পদকে ভূষিত হয়েছেন গোলাম মুস্তাফা (মরণোত্তর)। ২০২১ সালে সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম এবং ২০২২ সালে জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দ্যোপাধ্যায় এ পদক পেয়েছেন।