স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে দেশের দ্রততম মানব হয়েছেন নৌবাহিনীর এম ইসমাইল আর দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। সর্বেশেষ জাতীয় অ্যাথলেটিক্সেও তারা দ্রততম মানব-মানবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার পুরুষ বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল। নৌবাহিনীর আব্দুল রউফ (১০ দশমিক ৬০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম (১০ দশমিক ৭০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
গত বছর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিক্সে ইসমাইল ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন।
মেয়েদের বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ১১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন। এই ইভেন্টে শিরিনের সেনাবাহিনীর সতীর্থ শরীফা খাতুন (১১ দশমিক ৭০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সোনিয়া আক্তার (১২ দশমিক ১০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
সবশেষ জাতীয় অ্যাথলেটিক্সের চেয়ে টাইমিং ভালো হয়েছে তার; চট্টগ্রামের ঘাসের ট্র্যাকে ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



