
স্পোর্টস ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায়’ নৌবাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতার চূড়ান্ত খেলা আজ (১৭ ডিসেম্বর) ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী ৩-২ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনাব খাজা মিয়া, মাননীয় সচিব, তথ্য মন্ত্রণালয়।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ মোট ৯টি দল।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা গত ১০ ডিসেম্বর শুরু হয়। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



