Advertisement
জুমবাংলা ডেস্ক : মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ১০ কোটি টাকার অনুদান দিয়েছে সিটি ব্যাংক।
সোমবার (৬ জানুয়ারি) সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেকটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ রেহানাসহ ১০২ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ৬১ সদস্যের একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।