মার্কিন ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অফ স্টেট অফ অ্যাম্বাসেডর অ্যালিস ওয়েলস চলতি মাসে বাংলাদেশে সফরে আসেন। ওই প্রসঙ্গে আলাপকালে সম্প্রতি সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে আমাদের সাথে যৌথ টহল দেওয়ার প্রস্তাব দিয়েছে ঠিকই কিন্তু এ বিষয়ে বাংলাদেশ এখনই কোনো সিদ্ধান্ত দিচ্ছে না কিংবা প্রতিক্রিয়া জানাচ্ছে না। বিস্তারিত তদন্তের পরে আমেরিকার দেওয়া ওই প্রস্তাবের প্রতিক্রিয়া জানানো হবে।
এ প্রসঙ্গে আলাপকালে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, প্রস্তাবটি খতিয়ে দেখতে হলে প্রথমেই আমাদের জানতে হবে সময়সীমা। এটি কোনও নির্দিষ্ট পর্বের জন্য নাকি দীর্ঘ মেয়াদের কোন প্রস্তাব?
তিনি আরও বলেন, প্রস্তাবনার পক্ষে এমন কিছু বিষয় রয়েছে যা প্রথমে আমাদের যাচাই করা দরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।