
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী বুধবার ও বৃহস্পতিবার (৫ ও ৬ নভেম্বর) দেশের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে, বিশেষত চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “আগামী কিছুদিন বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাগরে থাকা লঘুচাপটি স্থলভাগে প্রবেশ করলে দেশের অল্প কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে, মূলত চট্টগ্রাম ও আশপাশের এলাকায়।”
তিনি আরও জানান, তাপমাত্রা আপাতত অপরিবর্তিত থাকবে, তবে আগামী ১০ নভেম্বরের পর থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমে যেতে পারে।
এদিকে, আগের দিনের তুলনায় গতকাল দেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে—৭ মিলিমিটার।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও কক্সবাজারের কুতুবদিয়ায় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবারও দেশে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



