বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপি প্রায় দেড় বছর মহামারি করোনার তাণ্ডব শেষে ২০২১ সালে এর প্রকোপ কিছুটা কমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মহামারীর কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে প্রায় সব সেক্টরই। বছরের শুরু থেকেই ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া ছিল সবাই। সেই চেষ্টার কমতি ছিল না ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানেরও। তিনি তার কাজের মাধ্যমে সিনেমাঙ্গনকে চাঙ্গা রাখার চেষ্টায় ছিলেন। সেই সঙ্গে অন্যান্য কারণেও এই বছরে আলোচনায় ছিলেন শাকিব।
দুটি বিজ্ঞাপন ঘিরে অন্যরকম আলোচনায়
বছর শুরু করেছিলেন বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে। ১১ জানুয়ারি পিপলু খানের পরিচালনায় এসএমসি ওরস্যালাইন’এন এর বিজ্ঞাপনে শুটিংয়ে নেমেছিলেন শাকিব। সেখানে ‘সিনেমার নাম্বার ওয়ান নায়ক’ হয়ে দেখা দেন তিনি। প্রচারের পর বেশ প্রশংসা পান এ নায়ক। ৬ সেপ্টেম্বর বার্জার পেইন্টসের আরেকটি বিজ্ঞাপনে দেখা যায় শাকিবকে। সামিউর রহমানের পরিচালনায় এতে আরও দেখা যায় নুসরাত ফারিয়াকে। দুটি পণ্যর শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন শাকিব খান। বিজ্ঞাপন দুটি অন্যরকমভাবে আলোচনায় আনে শাকিবকে।
‘অন্তরাত্মা’, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘গলুই’ তিন ধরনের সিনেমা
‘সত্ত্বা’ সিনেমার প্রযোজক সোহানী হোসেনের গল্প ও প্রযোজনায় এবং ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ সিনেমার মাধ্যমে মার্চে সিনেমার শুটিং শুরু করেন শাকিব খান। চলতি বছরের রোজার ঈদে মুক্তির কথা থাকলেও কোভিডের কারণে সিনেমাটির মুক্তি দেয়া সম্ভব হয়নি। কলকাতার নায়িকা দর্শনার সঙ্গে শাকিবের এই সিনেমা ঘোষণা থেকেই আলোচনায় রয়েছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটিও শাকিবকে অন্যরকম আলোচনায় আনে। বুবলীর সঙ্গে শাকিবের এই সিনেমাটির সম্পাদনার কাজ চলছে ভারতে। এই সিনেমায় শাকিবের লুকটিও প্রশংসা অর্জন করে। রোমান্টিক সিনেমার আলোচিত নির্মাতা এসএ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমায় শাকিব খান যুক্ত হওয়ার পর ব্যাপকভাবে আলোচনায় আসে। পূজা চেরীর সঙ্গে প্রথমবার শাকিব খান এ সিনেমায় শুটিং করেন। নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পের রোমান্টিক এ সিনেমাটির শুটিং জামালপুরে সম্পন্ন হয় পুরো অক্টোবর জুড়ে। শুটিংয়ে লক্ষ লক্ষ মানুষ শাকিবকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসে। সিনেমার কোনো তারকা নিয়ে যে মানুষের এত আগ্রহ সেটা শাকিব খান আবারও প্রমাণ করলেন ‘গলুই’-এর শুটিংয়ে।
সিনেমা হলে ‘নবাব এলএল.বি’ মুক্তি
অনন্য মামুনের পরিচালনায় ২৫ জুন সিনেমা হলে মুক্তি পায় শাকিব খানের আলোচিত সিনেমা ‘নবাব এলএল.বি’। ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হিসেবে এই সিনেমাটি অনেকটাই দলিল হয়ে থাকবে বাংলা সিনেমার ক্ষেত্রে। এতে একজন আইনজীবীর চরিত্রে শাকিব তার ক্যারিয়ারে অন্যতম সেরা অভিনয় দেখিয়েছেন। তিনি লড়েছেন সমাজের ক্ষমতাশীল অপরাধীদের বিরুদ্ধে। মুক্তির পর সিনেমাটিতে শাকিবের উপস্থিতি দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরীমনি ইস্যুতে শিল্পী সমিতির কর্মকাণ্ডে শাকিবের জোরালো প্রতিবাদ
ব্যক্তিজীবনে বিতর্কের জেরে আগস্টে কারাগারে যান পরীমনি। অপরাধী প্রমাণের আগেই তার পাশে না থেকে নিরব ভূমিকা পালন করায় সমালোচিত হয় শিল্পী সমিতি। সেই সঙ্গে পরীমনির সদস্যপদ স্থগিত করে শিল্পী সমিতি। পরীর সেই দুর্দিনে শাকিব খান জোড়ালো প্রতিবাদ জানান। নিজের ফ্যান পেজে দীর্ঘ পোস্টে শাকিব খান নিজের অবস্থান পরিস্কার করেন। শিল্পীর দুর্দিনে আরেক শিল্পীর পাশে থাকার আহ্বান জানান। সেই সঙ্গে পরীর দুঃসময়ে শিল্পী সমিতির ভূমিকার সমালোচনা করতেও ছাড়েননি ঢাকাই সিনেমার এই শীর্ষ তারকা। সেই সময়ে শাকিবের প্রতিবাদী পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দেয়, এবং সাধারণ শিল্পীদের কাছে শাকিবের ভূমিকা প্রশংসিত হয়।
অনুদানের সিনেমায় প্রথমবার শাকিব খান
সরকারী অনুদানের সিনেমা নিয়ে তেমন আলোচনা দেখা যেত না। এমনকি বছরের পর সরকারি অনুদান প্রাপ্ত বেশীরভাগ সিনেমাগুলোর কোনো সন্ধান ই পাওয়া যেত না। চলতি বছর ‘গলুই’ সিনেমার মাধ্যমে শাকিব খান প্রথমবার সরকারি অনুদানের সিনেমায় যুক্ত হন।
শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর ও আমেরিকায় নতুন সিনেমার ঘোষণা
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান শাকিব। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও ঢালিউড ফিল্মস এবং মিউজিক অ্যাওয়ার্ডসের দুটি অনুষ্ঠানে অংশ নেন। তখনই গুজব ছড়ায় শাকিব খান আমেরিকায় স্থায়ী হচ্ছেন! এতে করে ব্যাপকভাবে আলোচনায় আসে শাকিবের এই আমেরিকা যাত্রা। তবে সেই গুজবকে পুরোপুরি ভিত্তিহীন জানিয়ে শাকিব খান জানান, আমেরিকায় তার স্থায়ী বসবাসের প্রশ্নই আসে না! তিনি আমেরিকায় তার নতুন সিনেমার প্রিপ্রোডাকশনের কাজ করছেন। নতুন পরিবেশে সবকিছু গোছাতে সময় নিচ্ছেন। এই সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের টেকনিশিয়ানরা এই সিনেমায় কাজ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।